সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
Headline
কৃষক লীগ নেতা কামাল মন্ডল গ্রেফতার: গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় মামলা
/ ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

 

বিশেষ প্রতিনিধি: মো. কাজল

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের পশমী সোয়েটার গার্মেন্টস ফ্যাক্টরির সামনে গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার অন্যতম আসামি ও কৃষক লীগ নেতা কামাল মন্ডলকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৩ নভেম্বর ২০২৪) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম ১৮ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করে।

কামাল মন্ডল গাজীপুর জেলার বাসন থানার টেকন পাড়া এলাকার বাসিন্দা এবং মহিউদ্দিনের ছেলে। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই কামাল মন্ডল ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে নজরুল ইসলাম নামে একজনকে হত্যা করেন। নিহতের স্ত্রী পূর্ণিমা বেগম পরে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে কামাল মন্ডলকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়।

ডিবি ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম তার সঙ্গীয় ফোর্সসহ আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযানে অংশ নেন। অভিযানের পর ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম জানান, “কামাল মন্ডলকে গ্রেফতারের জন্য বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। অবশেষে বুধবার রাতে তাকে বাসন এলাকা থেকে গ্রেফতার করা সম্ভব হয়।” বৃহস্পতিবার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এলাকাবাসীর ভাষ্যমতে, কামাল মন্ডল আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে অসৎ উপায়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছিলেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটিয়ে বিভিন্ন অসৎ কার্যকলাপে জড়িত ছিলেন। এছাড়া, ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সের এই পেশাদারিত্বপূর্ণ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তাদের দক্ষতায় গাজীপুরে অপরাধীদের বিরুদ্ধে ডিবি পুলিশের সক্রিয় ভূমিকা জনগণের মধ্যে পুলিশ বাহিনীর প্রতি আস্থা বাড়িয়ে তুলেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page