রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
Headline
টাংগাইলের কালিহাতী উপজেলা মহিলা দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত
/ ৪৮ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৭:৪০ পূর্বাহ্ন

 

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নারীদের মাঝে প্রচারণার লক্ষ্যে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২রা নভেম্বর (শনিবার) সকাল ১১টায় উপজেলার আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে কালিহাতী উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক আয়েশা সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খান ও সাধারণ সম্পাদক রক্সি মেহেদী, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা পপি আক্তার। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, এবং সাধারণ সম্পাদক এস এ ওয়াদুদ তৌহিদ। এলেঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক হারন-অর- রশিদ, উপজেলা যুব দলের আহবাযক, আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান লেলিনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর মহিলা দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেত্রীবৃন্দ এ সভায় অংশ নেন।

প্রধান অতিথি বলেন নারীর উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা, এবং সমান সুযোগ নিশ্চিত করতে তারেক রহমানের ৩১ দফার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে গভীরভাবে আলোচনা করেন। তাদের মতে, এই দফাগুলো নারীদের ক্ষমতায়ন ও সমাজে তাদের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলার বিভিন্ন স্তরের মহিলা নেত্রীদের উজ্জীবিত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে এই কর্মী সভাটি সফলভাবে অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page