বাংলার আলো টিভি ডেস্কঃ
আবারও ছাদখোলা বাসে শিরোপা উদযাপনের হাতছানি বাংলাদেশের সামনে। সেই পুরনো প্রতিপক্ষ নেপাল আর দশরথ রঙ্গশালায় ইতিহাসের হাতছানি।
গতবারের তুলনায় এবার দলে এসেছে কিছুটা পরিবর্তন। বদল হয়েছে প্রধান কোচ। তবে এসব ভাবনায় নেই সাবিনাদের। ফুটবলাররা জানে কঠিন ম্যাচ, তার জন্য আছে সর্বোচ্চটা নিংড়ে দেয়ার প্রস্তুতি।
আজ বুধবার (৩০ অক্টোবর) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌন ৭টায়।