বাংলার আলো টিভি ডেস্কঃ
নোয়াখালীর চাটখিল থানার পুলিশ ইয়াবা ট্যবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর নুর সাইমুন (২৪) কে গ্রেফতার করেছে।
রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাতে পাঁচগাঁও ইউনিয়ন থেকে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৩ পিস ইয়াবা ট্যবলেটসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এই মাদক ব্যবসায়ী পাঁচগাঁও ইউনিয়ন বারইপাড়া (পাটোয়ারী বাড়ী) মোঃ রফিকুল ইসলাম ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী দৈনিক নয়া বঙ্গবাজার কে জানান, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযানের অংশ হিসেবে মাদক ব্যবসায়ী সাইমুনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান অস্ত্র উদ্ধার সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।