রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
Headline
নোয়াখালীর চাটখিলে ব্যবসায়িকে অপহরন করে চাঁদা দাবি, থানায় মামলা
/ ২৬ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১:১৬ পূর্বাহ্ন

 

বাংলার আলো টিভি ডেস্কঃ
নোয়াখালীর চাটখিলে এক ব্যবসায়িকে অপহরন করে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক দল সন্ত্রাসীর বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার নোয়াখলা ইউনিয়নের নোয়াখলা গ্রামের হরহরিয়া গাছতলা নামক স্থানে সড়কের ওপর এই ঘটনা ঘটে। খবর পেয়ে চাটখিল থানাধীন খিলপাড়া ফাঁড়ির থানার পুলিশ সদস্যরা রাম নারায়নপুর ইউনিয়নের কবিরাজ বাড়ীর সামনে থেকে রাত ৯ টার দিকে অপহীত শাজাহানকে উদ্ধার করে। এই ঘটনায় অপহরনের শিকার ব্যবসায়ি মোঃ শাহজাহান বাদী হয়ে শনিবার বিকালে ঘটনার সাথে জড়িত ৩ জনের বিরুদ্ধে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

চাটখিল থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার নোয়াখলা গ্রামের মোঃ শাহজাহান (৬০) তার ছেলে সাকিবুল হাসান (১৬) কে সঙ্গে নিয়ে শুক্রবার আনুমানিক রাত ৮ টার দিকে চাটখিল বাজার থেকে মোটর সাইকেল যোগে নিজ বাড়ীর উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের মোটর সাইকেলটি নোয়াখলা গ্রামের হরহরিয়া গাছ তলা নামক স্থানে পৌছলে রাতের আধাঁরে দক্ষিন রাম রানায়নপুর গ্রামের আবুল কালামের ছেলে হারুনুর রশিদ প্রকাশ সাহাব (৩৫) ও মোঃ বাবু (৪৫) সহ অজ্ঞাত ৬-৭জন যুবক মোটর সাইকেলের গতি রোধ করে মোঃ শাহজাহান ও তার ছেলে সাকিবুল হাসানকে মোটর সাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে চোখ মুখ বেঁধে সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে পুনরায় মারধর করে তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদেরকে হত্যা করে গুম করার হুমকি দেয়।

স্থানীয় লোক জনের সহায়তায় শাহাজাহানের ছোট ভাই প্রবাসী গোলাম কিবরিয়া স্বপন বিষয়টি জানতে পেরে চাটখিল থানা পুলিশকে অবহিত করলে অপহরণ কারীরা শাহাজাহানকে রামনারায়নপুর এলাকায় নিয়ে যায়। খবর পেয়ে খিলপাড়া ফাঁড়ি থানার পুলিশ রামনারায়নপুর গ্রামের কবিরাজ বাড়ীর সামনে থেকে শাহজাহানকে আহত অবস্থায় উদ্ধার করে।

নোয়াখলা গ্রামের হরহরিয়া গাছতলা এলাকার ব্যবসায়ী হারিছ মাহমুদ বলেন শুক্রবার রাতে তার দোকানের দক্ষিন পাশ থেকে ৫-৬ জন যুবক মোঃ শাহজাহানকে মোটর সাইকেল থেকে নামিয়ে জোর পূবর্ক সিএনজিতে তুলে নিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয় দোকানিরা এগিয়ে গেলে সিএনজিটি দ্রুত পালিয়ে যায়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহরনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page