সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
Headline
নোয়াখালীর চাটখিলে যানজট নিরসনে ২০০ দোকানপাট উচ্ছেদ করেছে যৌথ বাহিনী 
/ ৭৪ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৩:৫১ অপরাহ্ন

 

 

বাংলার আলো টিভিঃ

গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাটের ফলে তীব্র যানজটে পড়তে হয় বাসিন্দাদের। তাই যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ এহসান উদ্দিনের নেতৃত্বে দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় ১৪ জন দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে পৌরবাসী। চাটখিল পৌরসভার স্থানীয় বাসিন্দা ইয়াসিন চৌধুরী বলেন,  ফুটপাতের কারণে পৌর বাজারের সড়কে চলাচল কঠিন হয়ে গেছে। এই ফুটপাতগুলোকে দখলমুক্ত করার জন্য আমরা অনেক বছর যাবত দাবি জানিয়ে আসছি। আজকে অভিযান চালিয়ে ফুটপাতকে দখলমুক্ত করা হয়েছে। আশা করি আগামী দিনে ফুটপাতে এরকম দখলমুক্ত থাকবে।

চাটখিল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন বলেন, চাটখিল পৌরবাজার এলাকায় গড়ে ওঠা এসব দোকানপাটের কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হতো। এতে চলাচলকারী সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতো। তিনি আরো বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে গত কয়েকদিন যাবৎ মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছিল। অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের এই উচ্ছেদ কর্মসূচি অব্যাহত থাকবে।

অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরীসহ সেনাবাহিনী, পুলিশ, আনসার, ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতারা সহযোগিতা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page