বাংলার আলো টিভি ডেস্কঃ
নোয়াখালীর চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদ এর ভিত্তিতে অদ্য ০৭ নভেম্বর ২০২৪ রাত ২০টা ৫০ মিনিটে চাটখিল থানাধীন ১নং শাহাপুর ইউপিস্থ সোমপাড়া টু শাহাপুর বাজার এর শিবরামপুর গ্রামস্থ পাকারাস্তার পূর্ব পাশে খালের পূর্ব পাড়ে আবুল কালাম এর মাছের প্রজেক্টে একটি দেশীয় তৈরী এলজি। যাহার বাটসহ লম্বা ১৫ ইঞ্চি উদ্ধার করা হয়।