রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
Headline
নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তাকে বিগত স্বৈরাচার সরকারের দোসর ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে অপসারণের দাবিতে মানববন্ধন 
/ ৫০ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৭:২৪ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ 

নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলাউদ্দিনকে বিগত স্বৈরাচার সরকারের দোসর ও দুর্নীতিবাজ আখ্যায়িত করে অপসারণ দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নোয়াখালী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকের ব্যানারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন ২০১৯ সালের ১৭ আগস্ট নোয়াখালী জেলায় যোগদান করার পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম আসলেও তা তিনি সঠিকভাবে বিতরণ না করতেন না।

তাছাড়া তিনি জেলা ক্রীড়া সংস্থার কিছু কর্মকর্তার সঙ্গে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন জাতীয় দিবসের ক্রীড়া বাবদ বরাদ্দ আত্মসাৎ করতেন। বিগত সরকারের সময় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য বরাদ্দকৃত টাকাও তিনি জেলা ক্রীড়া সংস্থার দুর্নীতিগ্রস্ত একজন কর্মকর্তা ও তৎকালীন সচিবের যোগসাজশে আত্মসাৎ করতেন।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার গঠন হওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ দেশের সকল জেলা ক্রীড়া সংস্থা বিলুপ্ত করে। একই সাথে সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করার জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি প্রেরণ করে।সেই কমিটিতে পদাধিকার বলেই জেলা প্রশাসক আহ্বায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তা সদস্য সচিব হবেন। নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন জেলা প্রশাসনের দোহাই দিয়ে ভেঙ্গে দেয়া বিগত জেলা ক্রীড়া সংস্থার কিছু কর্মকর্তার সাথে যোগাযোগ করে কমিটি গঠন করে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করে। জেলা প্রশাসক তা অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের প্রেরণ করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে জেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক ও খোলোয়াড়বৃন্দ দেখা করেন।ক্রীড়া সংগঠক সাজেদুল আলম দিপু বলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা একজন দুর্নীতিবাজ। তিনি বিগত সরকারের সময় বিভিন্ন জাতীয় পর্যায়ের খেলার জন্য পাওয়া বরাদ্দ নয়ছয় করেন। তাছাড়া তিনি এখনো বিগত সরকারের দোসরদের নিয়ন্ত্রিত।

শাহেদুর রহমান নামে একজন ফুটবল রেফারি বলেন, ‘বিগত সরকার প্রধানের পরিবারের নামে বিভিন্ন ব্যক্তির টুর্নামেন্টগুলোতে আমাদের ঠিকমতো পেমেন্ট দিতেন না। জিজ্ঞাসা করলে বলতেন বরাদ্দ কম।’

এ বিষয়ে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, ‘কারা মানববন্ধন করেছে আমি জানি না। যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেখভাল করেছেন। আমি শুধু জমাকৃত সিভিগুলো দিয়েছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page