মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় পৌর যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার উলানিয়া বাজারে পৌর যুবদলের আহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়।
জাহিদ বলেন, কেন্দ্রীয় যুবদলের কার্যক্রমের অংশ হিসেবে গলাচিপা উপজেলার বিভিন্ন হাট-বাজারে আমরা তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এসব লিফলেট বিতরণ করছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের রুবেল হাওলাদার, জহিরুল ইসলাম, সুকুমার মালাকার, দেলোয়ার হোসেন, মাসুদ কাজীসহ আরও অনেকে।