রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
Headline
বাংলাদেশ সেন্টারের তালা পরিবর্তন ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বৃটিশ বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের ক্ষোভ
/ ৪৬ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৪:০৪ পূর্বাহ্ন

 

 

বিশেষ প্রতিনিধিঃ মোঃ কাজল ইব্রাহিম

মোঃ আনোয়ার হোসেনের তথ্য অনুযায়ী, ২০ অক্টোবর ২০২৪ তারিখে পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টারকে দুর্নীতি ও লুটপাট থেকে রক্ষা করা। কমিউনিটির সদস্য, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রাসঙ্গিক বিষয়াদি ও আলোচনাঃ

সভাটি পরিচালনা করেন সিনিয়র সহ-সভাপতি মো. মুহিবুর রহমান মুহিব। সেক্রেটারি অধ্যাপক শহীদুর রহমান ২০২৩-২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন। চিফ ট্রেজারার ফাইজুল হক একাউন্টস ও অডিট রিপোর্টের উপর বিশদ আলোচনা করেন। সিরাজুল ইসলাম, অলি খান (MBE), মিঠু চৌধুরী এবং এম. এ. মুনিম (OBE) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেন।

সাবেক সেক্রেটারির কার্যক্রমের নিন্দাঃ

সাবেক সেক্রেটারি দেলোয়ার হোসেন কর্তৃক বাংলাদেশ সেন্টারের তালা পরিবর্তন এবং চিফ এক্সিকিউটিভের অফিসে তালা লাগানোর ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা এ ধরনের কর্মকাণ্ডকে সেন্টারের স্বাভাবিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন এবং কমিউনিটির স্বার্থের পরিপন্থী বলে সমালোচনা করেন।

জরুরি ডকুমেন্টসের অনুপস্থিতি ও নতুন সিদ্ধান্তঃ

সভায় উল্লেখ করা হয় যে জরুরি ডকুমেন্টস, যেমন বিগত দ্বিবার্ষিক সভার মিনিটস ও ২০২৩-২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব, পাওয়া যায়নি। উপস্থিত সদস্যগণ দেলোয়ার হোসেনের কর্মকাণ্ডের সমালোচনা করে অবিলম্বে তালার চাবি হস্তান্তরের প্রস্তাব গ্রহণ করেন। এছাড়া, নতুন নির্বাচন এবং মেম্বারশিপ অনুমোদন সম্পর্কিত সিদ্ধান্তও গৃহীত হয়।

নির্বাচন ও সমঝোতার প্রচেষ্টাঃ

হেলাল খান উভয় পক্ষের মধ্যে সমঝোতা মিটিংয়ের প্রস্তাব করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নির্বাচনী প্রক্রিয়া এবং সংবিধান সম্পর্কিত ভবিষ্যৎ দিকনির্দেশনা সভায় আলোচিত হয়।

বাংলাদেশ সেন্টারের গুরুত্ব ও সংকট সমাধানের আহবায়কঃ

অধ্যাপক শহীদুর রহমান উল্লেখ করেন, বাংলাদেশ সেন্টার বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। তিনি মতপার্থক্য দূর করে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন। সম্পাদক ও প্রকাশক মোঃ এ. হুসাইনও সংকট সমাধানে তার সমর্থন ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page