যশোরের অভয়নগরের নওয়াপাড়া বাজারে বিক্রি হচ্ছে দেশি চোলাই মদ
অভয়নগর প্রতিনিধি মাহাদী হাসান মেহেদী
যশোরের অভয়নগর থানার নোওয়াপাড়া কাচা বাজারের পাশে অতুল সাহার স মিলে, নদীর পাড়ে ও নোওয়াপাড়া নুরবাগ রেললাইনের টাওয়ারের পাশের গলিতে এবং আরো ২/৩ জায়গায় খোলাবাজারে প্রকাশ্যে চোলাই মদ বিক্রি হচ্ছে। মদ কিনে জায়গায় বসে খাচ্ছে আবার প্লাস্টিকের বোতলে করে অন্যত্র নিয়েও খাচ্ছে। কখনো কখনো মদ খেয়ে মাতলামি শুরু করে চিহ্নিত মদ খোরেরা। এতে অত্র এলাকার পরিবেশ ও শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে দিন দিন অবনতি বেড়েই চলেছে ।নোওয়াপাড়াতে অনুমোদনবিহিন এ চুলাই মদ বিক্রেতারা প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা। এমনকি ভ্যানে ফেরি করে বিক্রি হচ্ছে মদ।
এভাবে জনসম্মুখে প্রকাশ্যে মদ বিক্রি হওয়ায় প্রশাসনের নেই কোন ভুমিকা। এসব নিয়ে প্রশ্ন উঠছে সমাজে নানা ধরনের শ্রেণী পেষার মানুষের কাছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category