মহিউদ্দিন মহি খন্দকার, স্টাফ রিপোর্টার
গতকাল ১৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় ফেনীর মহিপালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমূখী স্টারলাইন বাস কাউন্টারের পিছনে ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর বিশেষ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শামসুজ্জামান এর তত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই স্বপন চন্দ্র দাসের নেতৃত্বে এসআই মোঃ জসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনীর মঠবাড়িয়া গ্রামের মৃত আমিনুল হকের ছেলে রেজাউল করিম টিটু (৪৮) কে ১০০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এই বিষয়ে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।