নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
গতকাল কুমিল্লার লালমাই উপজেলায় সম্মানিত আমীরে জামায়াতের সফরের সময় সড়ক দূর্ঘটনায় নিহত জামায়াত কর্মী জনাব জসিম উদ্দিনের কবর যিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। আমীরে জামায়াত শোকাহত পরিবারকে শান্তনা প্রদান করেন, জামায়াত সব সময় পরিবারটির পাশে থাকবে বলে আমীরে জামায়াত আশ্বস্ত করেন এবং মহান আল্লাহর দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কুমিল্লা মহানগরী আমীর জনাব কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা জেলা দক্ষিণের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব ইয়াসিন আরাফাত প্রমুখ।