

ডিআইইউ প্রতিবেদক
মো: আল শাহারিয়া সুইট,
গত বৃহষ্পতিবার (৬ এ মার্চ) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রশাসন নারী শিক্ষার্থীদের জন্য আসন নির্ধারণ করে। যাতে তারা নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারে নারী শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের গণপরিবহনে নারী শিক্ষার্থীদের জন্য আসন নির্ধারণ না থাকা একটি গুরুত্বপূর্ণ সমস্যা। ডিআইইউ মুসলিম কমিউনিটির নারী ও সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করলে। বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্তে উপনীত হয় যে, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা। যাতে তারা নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের গণপরিবহনে।
অনেক সময় বিশ্ববিদ্যালয়ের গণপরিবহনে দেখা যায় কেউ কারও প্রতি সম্মান দেখায় না, ফলে নারীরা তাঁদের প্রয়োজনীয় জায়গা পান না। অনেক ক্ষেত্রেই নারী শিক্ষার্থীরা লজ্জা বা সংকোচের কারণে দাঁড়িয়ে যাতায়াত করেন।
এই সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যুগান্তকারী উদ্যোগে নেন। যাতে করে নারী শিক্ষার্থীরা আরামে যাতায়াত করতে পারে বিশ্ববিদ্যালয়ে।
ডিআইইউ প্রশাসন সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়েছে;
নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসনে যেন পুরুষ শিক্ষার্থীরা বাস ছাড়ার আগে না বসে সেজন্য নির্দেশ দেয়া হচ্ছে।যদি কোন নারী শিক্ষার্থী সেখানে না বসে সেক্ষেত্রে ছেলেরা বসতে পারবে কিন্তু সেক্ষেত্রে যে কোন নারী শিক্ষার্থী অনুরোধ করলে ছেলে শিক্ষার্থী উঠে যেতে বাধ্য থাকবে।
নারী শিক্ষার্থীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করা শুধু একটি নীতিগত বিষয় নয়, বরং এটি আমাদের নৈতিকতা এমন গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ডিআইইউ সাধারণ শিক্ষার্থী ও মুসলিম কমিউনিটির নারীরা।