ডিআইইউ প্রতিবেদক,
মোঃ আল শাহারিয়া সুইট,
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র ( ডিআইইউ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ রফিকুল ইসলাম প্রামানিক আহ্বায়ক এবং মোঃ আসিফুজ্জামান কাব্যকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন—সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু এবং সদস্য সচিব আতিক শাহরিয়ারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফেসবুক পেজ থেকে ৬ মাসের জন্য কমিটি প্রকাশ করা হয়।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটিতে মূখ্য সংগঠক মোঃ ফয়সাল আহম্মেদ কে নির্বাচিত করা হয়েছে , মুখপাত্র- হিসেবে, তামান্না আক্তার এবং সহ-মূখপাত্র তাছলীমা আক্তার কাজল কে নির্বাচিত করা হয়েছে।
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় (ডিআইইউ'র) শাখার আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম প্রামানিক নতুন কমিটি নিয়ে গণমাধ্যমকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিআইইউ শাখা গুরুত্বপূর্ণ ভুমিকা করে আসছে। সারা দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভুমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা চাই ডিআইইউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে গুরুত্বপূর্ণ এ জায়গা থেকে আরো একধাপ এগিয়ে নিতে। এ কমিটি গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এগিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।
সদস্য সচিব মো. আফিকুজ্জামান কাব্য নতুন ছাত্র সংগঠন নিয়ে বলেন, আমার প্রধান লক্ষ্য হলো আদর্শিক ছাত্রসমাজ গড়ে তোলা। বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হলে, আমরা সবসময় তার পাশে থাকব। যদি কোনো শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে পড়াশোনা চালিয়ে যেতে না পারে, আমরা তাদের জন্য ফান্ড সংগ্রহের ব্যবস্থা করবো। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো প্রত্যেক শিক্ষার্থী যেন ক্যাম্পাসে তার অধিকার থেকে বঞ্চিত না হয় এবং নির্বিঘ্নে শিক্ষাজীবন চালিয়ে যেতে পারে।