

বিশেষ প্রতিনিধি
এস এম আলমগীর চাঁদ
পাবনার ঈশ্বরদীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন সিএনজি অটোরিকশার আরও এক যাত্রী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঈশ্বরদী – পাবনা মহাসড়কের বহরপুর কান্দিপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঈশ্বরদীর দিয়াড় বাঘইল গ্রামের মৃত বাবুর ছেলে রাব্বি ও তার স্ত্রী মুক্তা, তাদের ১৩ বছর বয়সী শিশু পূত্র মুস্তাকিম, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতিডাঙা এলাকার আশরাফুলের ছেলে রাতুল এবং ঈশ্বরদীর সিএনজি অটোরিকশার চালক তোহা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পাবনার দিক থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই রাব্বি, তার স্ত্রী মুক্তা ও তাদের শিশু সন্তান মুস্তাকিমের মৃত্যু হয়। এসময় আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী ঊপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে রাতুল নামে আরও একজন মারা যায়। পরে অটোরিকশা চালক তোহাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে তারও মৃত্যু হয়।