ডিআইইউ প্রতিনিধি
মোঃ আল শাহারিয়া সুইট,
বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আল ঈমান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে কুরআন শরিফ বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়টির নতুন ভবনে ৪০ জন শিক্ষার্থীর মাঝে এই কুরআন শরিফ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আল ঈমান ফাউন্ডেশনের কো-ফাউন্ডার কামরুল ইসলাম, সিনিয়র এডমিন মোস্তাক আহমাদ, জুনিয়র এডমিন মো. সুমন হোসেন, বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান তাহজিব তাজিম প্রমুখ।
উল্লেখ্য, বাড্ডার আফতাবনগরে অবস্থিত আল ঈমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দাওয়া কার্যক্রম পরিচালনা ও ইসলামিক শিক্ষার প্রসারে কাজ করে আসছে।