

নিজস্ব প্রতিনিধি,
পাবনা ইসলামিয়া মাদরাসা ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাযের ইমামতি করে প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন আতাইকুলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অবস্থিত জান্নাতুল মাওয়া কবরস্থান ও ঈদগাহে গিয়ে মরহুম পিতা আলহাজ্ব জহির উদ্দিন প্রামাণিক, মাতা মরহুমা আমেনা খাতুন, বড় ভাই শহীদ লোকমান হুসাইন, মরহুম আলহাজ্ব হাফেজ মাওলানা আকরাম হুসাইনসহ পরিবারের মরহুম আত্মীয় স্বজনের কবর জেয়ারত করেন। এসময় পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আতাইকুলা ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ সাইফুল ইসলাম, জান্নাতুল মাওয়া কবরস্থান ও ঈদগাহ ময়দানের সভাপতি মো. হারুন-অর-রশিদ, সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রশিদ মাস্টার ও খতিব হাফেজ মাওলানা গোলাম মোস্তফা। এসময় পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া দরুদ পাঠ শেষে প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হুসাইন মোনাজাত পরিচালনা করেন।