নিজস্ব প্রতিবেদক,
শ্রমিক কল্যাণ ফেডারেশন,
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বগুড়া ৭ (শাজাহানপুর-গাবতলী) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা গোলাম রব্বানী আজ ৯ই মে গাইবান্ধা জেলার দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ট্রেড ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিদের সম্মেলনে এসব কথা বলেন। তিনি আরো বলেন বিগত ফ্যাসিষ্ট সরকার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের প্রাপ্য মর্যাদা তাদের দেয়নি, ফ্যাসিষ্টের এসব কর্মকান্ডের জন্য অবশ্যয় তাদের বিচারের মুখোমুখি করতে হবে, বাংলাদেশের শ্রমজীবি মানুষেরা ঐ সব ফ্যাসিষ্টদের আর রাজনীতির মাঠে দেখতে চায় না, তাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তিনি আরো বলেন এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে শ্রমিকদের দুঃখ বেদনা আর থাকবে না, শ্রমিকেরা মর্যদার সাথে জীবনযাপন করতে পারবে। বাংলাদেশ স্রমিক কল্যান ফেডারেশন এই দেশে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছে।
ফেডারেশনের জেলা সেক্রেটারি আবুল হাসান মোহাম্মাদ নয়া মিয়ার সঞ্চালনায় ও ফেডারেশনের জেলা সভাপতি নুরুন নবী প্রধান এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা মাওলানা মোহাম্মাদ জহুরুল হক সরকার।