

নিজস্ব প্রতিবেদক,
দেবোত্তর ডিগ্রি কলেজের কমিটি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা জামায়াতের আমীর -মাওলানা নকিবুল্লাহসহ জামায়াতের একটি প্রতিনিধি দল ফরম তুলতে যায়
একপর্যায়ে একটি সন্ত্রাসী বাহিনী জামায়াতকে ফরম তুলতে না দিয়ে সন্ত্রাসী কায়দায় আটঘরিয়া পৌর জামায়াতের আমীর -মামুনুর রহমান লিটন ভাইকে মারধর করে এবং উপজেলা জামায়াতের নেতৃবৃন্দকে হেনস্থা করে।
শুধু তাই নয়! আজ দেবোত্তর বাজার মসজিদে আছরের নামাজ শেষ হতে না হতেই মসজিদের ওয়ালে একটি মোটরবাইক নিয়ে ২জন সন্ত্রাসী বোমা রেখে বিস্ফোরণ ঘটান। এতে মসজিদের সাধারণ মুসল্লিরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে মিছিল করে।
এতে সন্ত্রাসীরা মারাত্মকভাবে পিটিয়ে অহত করে চাঁদভা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী -সাইদুল ইসলাম মোল্লা ও আটঘরিয়া পৌর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারীসহ অনেককে।
এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এলাকাবাসী অনতিবিলম্বে সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।