বুধবার, ২১ মে ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
ঠাকুরগাওঁয়ে বিয়ের দাবিতে অন্তঃসত্ত্বা ছাত্রীর অনশন।
/ ১ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

আব্দুর রাজ্জাক বাপ্পী,
কন্ট্রিবিউটিং রিপোর্টার ঠাকুরগাওঁ

ঠাকুরগাঁওয়ের বালিয়া ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা দুইদিন ধরে অনশন করছেন রাণী আক্তার (১৭) নামে এক এস.এস.সি পরীক্ষার্থী ৷ এ ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে ঘটনার পরপরই পালিয়ে গেছেন প্রেমিক মকলেছ (২২)।

গত সোমবার (১৯ মে) সন্ধ্যা থেকে বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় বালিয়া গ্রামের আলাউদ্দীনের বাড়িতে অনশনে রয়েছেন ওই তরুনী। অনশনে থাকা তরুনী ওই একই গ্রামের মো. আইতুর মেয়ে।জানা গেছে, মকলেছ ও রাণী দুজনই প্রতিবেশী। সেই সুবাধে তাদের মধ্যে গত ১ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিভিন্ন সময়ে ঘুরতে গিয়ে শারিরীক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। বিষয়টি এতদিন গোপন রাখলেও কয়েকদিন থেকে যোগাযোগ বন্ধ করে দেয় মকলেছ তাই তার বাড়িতে এসে অনশন শুরু করেন রাণী।রাণী বলেন, “মকলেছ যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্নহত্যা করব। এবং আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি তার বাড়ি থেকে যাব না।

“তরুনী রাণী বলেন, “মকলেছের সাথে দীর্ঘ এক বছর ধরে আমার প্রেমের সম্পর্ক চলছে। সে আমাকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গিয়ে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে করেছে। বিষয়টি এতোদিন আমি গোপন রেখেছি, সে আমাকে বিয়ে করবে বলে।”তিনি আরও বলেন, “কিন্তু গত ৭ দিন থেকে মকলেছ আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়। আমি লোকমুখে শুনেছি মকলেছ অন্যত্র বিয়ে করার পরিকল্পনা করছে। যার কারনে আমি আমার পবিত্র ভালোবাসা রক্ষার্থে এবং আমাদের শারীরিক সম্পর্ককে কলঙ্কমুক্ত করতে মকলেছ বাড়িতে এসে গত দুইদিন ধরে অনশন করছি। আমি তার বাড়িতে এসেছি শুনেই সে পালিয়ে গেছে।

”এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক মকলেছের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কলে দিলেও তাকে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, “বিয়ের দাবিতে দুইদিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ৷”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page