বুধবার, ২১ মে ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
Headline
রামগঞ্জের নিখোঁজ কিশোরের ১৭ দিন পর লাশ উদ্ধার
/ ২ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

শাহে ইমরান,
রামগঞ্জ,লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের খাসের বাড়ীর ইউসুফ কামালের ছেলে রাহাত (১৯) নিখোঁজের ১৭দিন পর গলিত লাশ উদ্ধার করে সোনাইমুড়ি থানা পুলিশ। দীর্ঘদিন থেকে জীবিকা নির্বাহের জন্য ব্যাটারিচালিত অটো রিক্সা চালাতো রাহাত।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর জানান, সোমবার বিকেলে সোনাইমুড়ী-চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ সড়কের পূর্ব পাশে জয়াগ গ্রামের জেলেরা বাড়ির পাশের একটি ডোবায় মাছের পোনা ছাড়ার জন্য কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কচুরিপানার ভেতরে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ দেখতে পান।
বিষয়টি সোনাইমুড়ি থানা পুলিশকে অবগত করলে তারা লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির বাবা ইউসুফ কামাল আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে এসে জামা-কাপড় দেখে লাশটি তার ছেলে রাহাতের শনাক্ত করেন।
অটোরিক্সা চালক রাহাত হোসেনের বাবা ইউছুফ কামাল বলেন, তাঁর ছেলে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। ১৬-১৭ দিন আগে অটোরিকশাটি নিয়ে ঘর থেকে বের হন। এরপর আর বাড়িতে না ফেরায় রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বলেন, বেশ কিছুদিন আগে হত্যাকান্ডের ঘটনা ঘটায় গলিত লাশটির হাড় বের হয়ে এসেছে। লাশটি থানায় নিয়ে আসা হয়। এরপর ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার লাশটি ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানো হবে। তিনি আরো জানান পরিবারের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাহাতকে হত্যা করে তাঁর অটোরিক্সাটি ছিনতাই করেছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, অটোরিক্সা চালক রাহাত চলতি মাসের ২ তারিখে নিখোঁজ হলে তার বাবা ইউসুফ কামাল ঐদিন রাতেই রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরদিন ৩মে সোনাইমুড়ি এলাকা থেকে ব্যাটারীবিহীন অটোরিক্সাটি উদ্ধার করে সোনাইমুড়ি থানা পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page