

নিজস্ব প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে পাবনায় জাহিদ – নিলয় হত্যা মামলার এজাহারভুক্ত প্রথম মামলার আসামি মাদকব্যবসায়ী মোবারক বিশ্বাসকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে জামিন দেওয়ার পাঁয়তারা করছে এক জজ।
একাধিক সুত্রের দাবি, আগামীকাল জজ কোর্ট পাবনায় ছাত্র হত্যা মামলার আসামি মোবারক বিশ্বাসের জামিন দেওয়া হবে। মাদক, অস্ত্র, চোরাচালানকারী, চাঁদাবাজি ও সাইবার বুলিংসহ একাধিক মামলা রয়েছে সন্ত্রাসী মোবারকের বিরুদ্ধে।
জাহিদ-নিলয়ের শহীদি রক্তের সাথে বেঈমানির এই খবর শুনে ফুঁসে উঠেছে ছাত্র সমাজ ও রাজনৈতিক নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ রাসেল আহমেদ ও ইউসুফ আরফান বিপ্লব ঘোর বিরোধিতা করে দৃষ্টান্তমুলক শাস্তি চেয়ে বিবৃতি দিয়েছেন।
যৌথ বিবৃতিতে তারা বলেন, আমাদের দুই ভাইয়ের হত্যাকারী স্বৈরাচারের দোসর মোবারকের জামিন দেওয়া হলে পাবনায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। যে জজ তার জামিন দেবে তাকে পাবনা থেকে অবাঞ্চিত ঘোষণা ও অপসারণের দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে আগামীকাল সকালে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী ও হত্যাকারী মোবারক বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছে।