সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
Headline
 সাতক্ষীরার কলারোয়ায় রাষ্ট্রকাঠামো সংস্কারে বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ
/ ৬৬ Time View
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৪:২৫ পূর্বাহ্ন

 

 

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরার কলারোয়ায় কাজীরহাট বাজার, পৌরবাজারসহ বিভিন্ন বাজারে রাষ্ট্রকাঠামো সংস্কারে জাতীয়তাবাদী দল ( বিএনপি’র) ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট ও ধানের শীষ প্রতীকের সিম্বল বিতরণ করা হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নাসিরউদ্দীন চৌধুরী প্রধান অতিথি হিসাবে ওই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে কাজীরহাট বাজার, পৌর বাজার ও বামনখালী বাজার সহ বিভিন্ন এলাকায় পথচারী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে ওই লিফলেট বিতরণ করা হয়।

বিতরণকালে প্রধান অতিথি বলেন, কলারোয়ায় বিএনপি নেতা সহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনরত নেতা-কর্মীদের উপর ব্যাপক অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। আজ সময় এসেছে রাস্ট্র কাঠামো সংস্কার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে দেশে অগ্রগতি সাধিত করার।

তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান।

লিফলেট বিতরণকালে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান পলাশ ও মারুফ উল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজু, পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল, সদস্য সচিব জিএম সোহেল, কলেজ ছাত্রদল নেতা কাইফুর রহমান সৈকতসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দ।

এ দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কলারোয়ায় আগমনে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীন, পৌর সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সহ-সভাপতি আখলাকুর রহমান শেলি, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহউদ্দীন পারভেজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, স্বেচ্ছাসেবকদলের উপজেলা আহবায়ক মোশারফ হোসেন, পৌর আহবায়ক আব্দুস সালাম দিলু, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক অধ্যাঃ রেজাউল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা অধ্যাপক শাহাদাৎ হোসেন, রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, সাবেক মেম্বার নজরুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page