সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
Headline
নোয়াখালীর হাতিয়ার ৩ বিএনপি নেতা বহিষ্কার 
/ ৩৭ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ 

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নোয়াখালী জেলার সহদপ্তর সম্পাদক ওমর ফারুক টপির সাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

জানা যায়, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মোঃ আলমগীর কবির ও আকরাম উদ্দিন রনির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর তাদের দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৩ দিনের মধ্যে জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান এর কাছে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছিল।

হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ আলমগীর কবির বিরুদ্ধে ভূমি দখল, ঘাট বাণিজ্য, অবৈধভাবে অন্যের ব্যাবসা প্রতিষ্ঠান দখলসহ সাধারণ মানুষ থেকে চাঁদা আদায়ের অভিযোগে কয়েকটি জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের হাতিয়া উপজেলার স্ব-স্ব পদ থেকে অব্যহতি দেওয়া হয়। তাছাড়া আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ যারা সাধারণ মানুষের আস্থা এবং দলের ভাবমূর্তি নষ্ট করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page