রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১১ অপরাহ্ন
Headline
লং আইল্যান্ড সিটিতে নতুন ঠিকানায় সানম্যান গ্লোবাল এক্সপ্রেস
/ ৬১ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৮:৩৯ পূর্বাহ্ন

 

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ
নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে নতুন ঠিকানায় চালু হলো বাংলাদেশি মালিকানাধীন জনপ্রিয় মানি ট্রান্সফার প্রতিষ্ঠান সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের চতুর্থ শাখার কার্যক্রম। আগের স্থান পরিবর্তন করে ২৯-১৩, ৩৬ অ্যাভিনিউতে নতুনভাবে এই লোকেশনের উদ্বোধন করা হয় ৮ নভেম্বর ২০২৪ শুক্রবার জুমার নামাজের পর ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ফাস্ট কাউন্সেলর মো. আনিছ্জ্জুামান। দোয়া পরিচালনা করেন আল-আমিন মসজিদের খতিব মাওলানা লুৎফর রহমান।

সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন তার উদ্বোধনী বক্তব্যে অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, উন্নত গ্রাহক সেবা, ভালো রেট, মোবাইল অ্যাপসহ নানা লোকেশন থেকে টাকা পাঠানোর সুবিধা সানম্যান গ্লোবাল এক্সপ্রেস’র জনপ্রিয়তা বৃদ্ধি করেছে। যার কারণে প্রতিষ্ঠানটির পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমি আমাদের সকল সম্মানিত গ্রাহকদের ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, সানম্যান গ্লোবাল এক্সপ্রেস বাংলাদেশসহ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এবং আফ্রিকাতে টাকা পাঠিয়ে আসছে। জ্যাকসন হাইটিস-এ ৭৩ ও ৭৪ স্ট্রিটে ২টি শাখা, এছাড়াও জ্যামাইকার হিলসাইড, এস্টেরিয়াসহ সানম্যান গ্লোবাল এক্সপ্রেস’র রয়েছে ৪টি শাখা। এছাড়াও নিউইয়র্কজুড়ে রয়েছে ১০০টির ও বেশী এজেন্ট লোকেশন। সানম্যান গ্লোবাল এক্সপ্রেস বাংলাদেশে ১১টি ব্যাংকের সাথে রেমিটেন্স এগ্রিমেন্ট রয়েছে। এছাড়া গ্রাহকরা বিকাশের মাধ্যমেও টাকা পাঠাতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট সিইও রকি আলিয়ান ও সেক্রেটারি জেএফএম রাসেল, অ্যাংকর ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিইও এএসএম উদ্দিন পিন্টু,বাংলাদেশ সোসাইটির বিদায়ী সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, অ্যাপোলো ইন্স্যুরেন্স ব্রোকারেজ’র প্রেসিডেন্ট ও সিইও শমশের আলী, আল-আমিন মসজিদের সভাপতি সাহাবুদ্দিন, মর্গেজ ইন্স্যুরেন্সের সভাপতি শান্তনু বড়ুয়া হিমু,বিশিষ্ট কমিউনিটি নেতা এজিএম জাহাঙ্গীর হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ব্যাবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার অনেকেই উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page