রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তেলনে বেশ কয়েকটি গ্রাম বিলীন হওয়ার পথে
/ ৩১ Time View
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৭:৩১ পূর্বাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া জেলাঃ

নবীনগর উপজেলা, বড়িকান্দি, নুরজাহানপুর, ধরাভাঙা ও শ্রীঘর কান্দাপাড়া নদী ভাঙনে বিলীন হওয়ার পথে। ৭২ কোটি টাকার বাঁধ বিলীন হওয়ার পথে। বড়িকান্দি মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তেলন এবং ২০০ কোটি টাকার বাজেট। এ অবৈধভাবে বালু উত্তেলন বন্ধ না হলে বড়িকান্দি, নুরজাহানপুর, ধরাভাঙা ও শ্রীঘর কান্দাপাড়া বসবাসরত মানুষেরা জমি ও ভিটাবাড়ি সর্বহারা হবে। বড়িকান্দি গ্রামে প্রায় ২০ বিগা জমি বিলীন হয়ে গেছে ভিটাবাড়ি বিলীন হতে আর কিছু জমি বাকি আছে। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এ বিষয় টা জানানো হয়েছে এমনকি জেলার ডিসি সাহেবকে পর্যন্ত জানানো হয়েছে তারা কোন শক্ত হাতে পদক্ষেপ নেননি। সেনাবাহিনীকে পর্যন্ত এ বিষয় টা জানানো হয়েছে তারাও কোন পদক্ষেপ নেননি। এ অবৈধ বালু উত্তেলনে এলাকার বেশ প্রভাবশালী লোকেরা টাকা দিয়ে যুক্ত আছে। এ অবৈধ বালু উত্তেলনের প্রধান উদ্যোক্তা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি, বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের মমিনুল হক সাঈদ এবং বড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এর ছেলে আবু হানিফ সহ আরো অনেকে।অতি শীগ্রই এ অবৈধ বালু উত্তেলন বন্ধ না হলে এ কয়েকটি গ্রাম ভিটাবাড়ি সর্বহারা হয়ে যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page