

নিজস্ব প্রতিনিধি:
পাবনার সাথিয়ায় পুর্ব শত্রুতার জের ধরে মারধরে আহত হয়েছে ৪ জন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাঁড়িয়াকাহন গ্রামে।
আহত ব্যাক্তিরা হলেন হাঁড়িয়াকাহন গ্রামের মৃত শাহাব উদ্দিন শেখের পুত্র নজরুল ইসলাম ( ৫০ ) ,তার স্ত্রী মুনজিরা খাতুন (৪৫) ,ছোট ভাই ফারুক হোসেন (৪০) ও ভাগিনা শোয়াইব হোসেন শূভ (৩৮)। মারাত্বক আহত অবস্হায় নজরুল ইসলাম সাঁথিয়া উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে চিকিৎসাধীন। এ বিষয়ে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় অভিযোগ সুত্রে জানা যায়,পুর্ব শত্রুতার জের ধরে (৩ মার্চ) সোমবার সন্ধ্যায় একই গ্রামের সালাম প্রামানিকের ছেলে রাসেল , আবু তালেব প্রামানিকের পুত্র সালাম ও মজিবর লোহার রড , হাসুয়া ,চাপাতি ,বাঁসের লাঠি সহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নজরুল ইসলামের বাড়িতে প্রবেশ করে বাড়ি ঘর ভাংচুর করতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।তাদের এহেন কার্যকলাপে নজরুল ইসলাম নিষেধ করিতে আগাইয়া আসিলে রাসেলের হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা তাহার শরীরের বিভিন্ন স্হানে এলোপাথারি আঘাত করিতে থাকে। তাহার স্ত্রী বাধা দিতে আসিলে মজিবর রহমানের হাতে থাকা কাঠের বাটাম দ্বারা তাকে আঘাত করিতে থাকে।
তাদের আর্ত চিৎকারে নজরুলের ছোট ভাই ফারুক হোসেন ও ভাগিনা শোয়াইব হোসেন শুভ আগাইয়া আসিলে তাদের কেও এলোপাথারি আঘাত করে ফোলাছেলা যখম করে।
এ বিষয়ে আহত নজরুল ইসলাম বলেন,তারা পুর্ব পরিকল্পনা মাফিক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িতে প্রবেশ করে আমার বাডিঘর ভাংচুর ও আমার স্ত্রী সহ আমাদের এলোপাথারি আঘাত করে আহত করে। আমি মারাত্বক আহত অবস্হায় সাঁথিয়া উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে চিকিৎসাধীন।
আমি এর উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্য (ওসি) সাঈদুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি।তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।