

নিজস্ব প্রতিনিধি,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। ৩১ মার্চ সোমবার আমীরে জামায়াত পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় শেষ করে ধারাবাহিকভাবে শহীদ পরিবারগুলোর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তারই অংশ হিসেবে যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ রবিন মিয়া, শহীদ আহমদ আব্দুল্লাহ, শহীদ ইয়াসির সরকার, শহীদ জিহাদ, শহীদ আব্দুল হান্নান, শহীদ ওয়াসিম শেখ, শহীদ নূর হোসেন, জাহাঙ্গীর খা, শহীদ রানা, শহীদ মিসেস শাহিনুর বেগম, শহীদ ইমন গাজী, শহীদ ইব্রাহিম, শহীদ মিরাজ হোসেন, শহীদ রাকিব ও শহীদ মাসুদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন তিনি।
আমীরে জামায়াত শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, তাদের সার্বিক খোঁজ-খবর নেন এবং সকলকে নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. এড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও জনাব কামাল হোসাইন এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এআর আজাদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
Leave a Reply
Our Like Page